রাজস্থলীতে পানিতে ভেসে যাওয়া নিখোজ গৃহবধুর লাশ কাপ্তাইয়ে উদ্ধার

Published: 25 Jul 2017   Tuesday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া এলাকায় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোজ হওয়া ক্রয়েচিং মার্মার লাশ মঙ্গলবার কাপ্তাই খালের মূখ থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়রা জানায়, কাপ্তাই উপজেলার ভাইবোন ছড়া এলাকার কাপ্তাই খালের মূখের প্রায় ১ কিলোমিটার এলাকায় মঙ্গলবার সকালে ভেসে উঠেছে অর্ধগলিত ক্রয়েচিং মার্মার মরদেহ। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর ও কাপ্তাই সার্কেলের এ.এস.পি আসলাম ইকবাল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্রয়েচিং মার্মার  লাশ উদ্ধার   করেন। 


কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া এলাকার ক্রয়েচিং মার্মা নামের এক  মহিলা জুম চাষ শেষে বাড়ি ফেরার পথে পা পিছলে কাপ্তাই খালে পরে দু’দিন যাবত নিখোঁজ হয়ে ছিলেন। গেল ২৩ইজুলাই চন্দ্রঘোনা থানায় গত  একটি সাধারন ডায়েরী করা হয়।  চন্দ্রঘোনা থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহত মহিলার লাশ তার আত্মিয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত