প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় নারীর প্রতিসহিংসতা প্রতিরোধে রাঙামাটিতে অবহিতকরণ সভা

Published: 26 Jul 2017   Wednesday   

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় নারীর প্রতিসহিংসতা প্রতিরোধে বুধবার রাঙামাটিতে কমিউনিটিওয়াচ গ্রুপে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের পরিচালনায় ও  ইউএনএফপিএ এবং একশন এইড এর সহযোগিতায় শহরের চম্পকনগরস্থ গ্রীনহিলের কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান ফেসিলিটেটর ছিলেন গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার।

 

গ্রীনহিলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, ইউএনএফপিএ এর প্রতিনিধি সুমন চাকমা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন গ্রীনহিলের মনিটরিং ও ইভালুয়েশন প্রধান লিভিং ষ্টোন চাকমা।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন রাঙামাটিতে সংঘটিত পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ১৪টি ওয়াচগ্রুপের ৭০জন সদস্যকে ৩টি ব্যাচে, তাঁদের দায়িত্ব-কর্তব্য ও ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত