ডেপুটেশনের কবলে পানছড়ি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাঃ অভিভাবকদের ক্ষোভ

Published: 26 Jul 2017   Wednesday   

ডেপুটেশনের কবলে চরম বাধাগ্রস্থ হচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। এ নিয়ে পানছড়িতে মানববন্ধসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর করে পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে পানছড়িবাসী। শিক্ষক সংকটের কারণে শিক্ষার অধিকার থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছে উপজেলার হাজারো শিক্ষার্থী। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮৪জন শিক্ষক কর্মরত আছেন। এদের মধ্যে ১২জন শিক্ষক ডেপুটেশনে খাগড়াছড়ি সদরে বিভিন্ন বিদ্যালয়ে চলে গেছেন। ৮৩টি বিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছে। ডেপুটেশনে পাড়ি দেওয়া সহকারী শিক্ষক ও শিক্ষিকারা হচ্ছেন, শিমু তালুকদার, মাহবুবা খানম , নিতোষী চাকমা ও দীপিকা চাকমা, অর্পন চাকমা, রোকসানা তাহের, রিনু চাকমা, রাজশাহীতে ডেপুটেশনে যাওয়া নাসরিন্নাহার । এছাড়া আরো অনেক শিক্ষক-শিক্ষিকা ডেপুটেশনে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।


পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি ও পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেপুটেশনে না গিয়ে সরাসরি বদলি হলে তাদের জন্য আরো ভালো হতো। আমরা নতুন শিক্ষক পাওয়ার জন্য আবেদন করতাম। বর্তমানে আমদের এ বিদ্যালয়ে ৪৬২জন শিক্ষার্থী রয়েছে। প্রতিটি ক্লাশে দু’টি করে শাখা রয়েছে। ১৪জন শিক্ষক কর্মরত থাকলেও ৩জন শিক্ষক সম্প্রতি ডেপুটেশনে, ১জন গুরুতর অসুস্থ। আর বাকী ১০জন দিয়েই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। এতে বিদ্যালয়ে পাঠদান চরম ব্যাঘাত ঘটছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


তিনি আরো বলেন, ডেপুটেশনে যাওয়া ১২ জন শিক্ষকদের ডেপুটেশন বাতিল করা জন্য পানছড়ি উপজেলার মহোদয়ের কাছে আবেদন করেছি।


পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব বলেন,শিক্ষক সংকটের কারণে পানছড়ি উপজেলা পাথমিক বিদ্যালয়গুলোতে পাাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা এ ব্যাপারে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।


পানছড়ি উপজেলা প্রথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম বলেন-,এ ব্যাপারে পানছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ৫ইউপি চেয়ারম্যান মিলে ডেপুটেশন বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আবেদন করেছি।


এ ব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আবুল হাশেম বলেন,ডেপুটেশনে যাওয়া শিক্ষকদের ফিরিয়ে আনার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। পানছড়ি উপজেলার জনসাধারনে দাবি মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত