রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে ইপিলিয়ন গ্রুপের ৫ লক্ষ টাকা প্রদান

Published: 27 Jul 2017   Thursday   

পাহাড় ধসের ঘটনায় নিহত ৫০ জনের পরিবারের সদস্যদের মাঝে ঢাকাস্থ ইপিলিয়ন গ্রুপের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র-নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সেনা বাহিনী ২০ বীর রাঙামাটি জেলার সার্বিক তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সক্রিয় সহায়তায় পাহাড় ধসের ঘটনায় নিহত ৫০ জনের পরিবারের সদস্যদের মাঝে নগদ ৫ লাখ টাকা বিতরণ করেন ইপিলিয়ন ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপক সিএসআর নাজমুল আহসান। অনুষ্ঠানে সেনা ও ইপিলিয়ন গ্রুপের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এসময় পাহাড় ধসের ঘটনায় নিহত ৫০ জনের পরিবারের সদস্যদের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, গেল ২০ জুন ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তা, তিন সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহাণী ঘটে। এতে ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থসহ রাস্তাঘাট বিধ্বস্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত