রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Published: 27 Jul 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ডের ভবন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃকামরুজ্জামান (৩৫)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ডের ভবন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কয়েক জন শ্রমিক ওই বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝুলন্ত ৩৩ হাজার ভল্টের ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোঃ কামরুজ্জামান মারা যান। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়দের অভিযোগ ভবনটির মালিকের চরম গাফেলতির কারনে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় গ্রামের মৃত আজহার আলীর ছেলে সে।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রশীদ জানান, এই ঘটনায় ভবনের কেয়ারটেকার জসিম ও নির্মাণ কাজের হেড মিস্ত্রিকে আটক করে থানায় নেয়া হয়েছে। নিহতদের  লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত