রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে খাদ্য শষ্য বিতরণ

Published: 28 Jul 2017   Friday   

সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশাজীবি শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে শুক্রবার খাদ্য শষ্য হিসেবে বিতরণ করা হয়েছে।


রাঙামাটি পৌর সভার উদ্যোগে পৌর কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় পৌর প্যানেল মেয়র জামাল উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সোলেয়মান ও জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি গেল ২০ জুন রাঙামাটিতে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশাজীবি শ্রমিক সংগঠনের প্রায় চার হাজার সদস্যদের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালূকদার বলেন, পাহাড় ধসে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকার যথাযথ পূর্নবাসনের জন্য কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত