পাহাড় ধসের ঘটনায় কাপ্তাইয়ের ক্ষতিগ্রস্থদের পাশে কৃষি ক্যাডারের কর্মকর্তারা

Published: 29 Jul 2017   Saturday   

পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্হ নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিসিএস ৩৫ তম ব্যাচের কৃষি ক্যাডারের কর্মকর্তারা।

 

শুক্রবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া,চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং রেশম বাগান এলাকায় ক্ষতিগ্রস্হ এলকায় গিয়ে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরন করেন এই ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ অফিসে চিৎমরম ইউনিয়নের ক্ষতিগ্রস্হ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নেত্বত্বে একই ক্যাডারের চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমন কুমার সাহা এবং ৩৫ তম কৃষি ক্যাডারের হাটহাজারী কৃষি প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক শাহাদাত হোসেনের উপস্হিতিতে নিহত ১৯ পরিবারের সদস্যদের পরিবার প্রতি ২৫০০ টাকা এবং আহত ১৩ পরিবারের মাঝে নগদ দেড় হাজার টাকা করে প্রদান করা হয়।

 

এসময় কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, চিৎমরম ইউপি সদস্য নিংসাই মার্মা উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত