আল্টিমেটাম শেষ হওয়ার আগেই সরিয়ে ফেলা হয়েছে কাপ্তাইয়ের নতুন বাজারের বিতর্কিত সিড়িটি

Published: 31 Jul 2017   Monday   

প্রশাসনের ২৪  ঘন্টা আল্টিমেটাম শেষ  হওয়ার আগেই অবশেষে সরিয়ে ফেলা হয়েছে কাপ্তাইয়ের নতুন বাজারের বিতর্কিত সিড়িটি। কাপ্তাই সিএনজি অটো শ্রমিক সমিতির সদস্যরা  রোববার সিড়িটি সরিয়ে নেয় এবং তাদের নির্মান কাজও বন্ধ করে দেয়।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান কাপ্তাই নতুন বাজারে এই সিড়িটি ছাড়াও আরোও সেই সমস্ত অবৈধ সিড়ি রয়েছে সেগুলো আগামী ২ আগস্ট মোবাইল কোর্টের মাধ্যমে অপসারন করা হবে।

 

কাপ্তাই নতুন বাজার বনিক কল্যান সমিতির সভাপতি সাগর চক্রবর্তী জানান প্রশাসনের নির্দেশক্রমে এ সিড়িটি তারা সরিয়ে ফেলেছে।

 

উল্লেখ্য,ব্যবসার প্রান কেন্দ্র কাপ্তাই নতুন বাজারের একটি সিড়ি সরানোকে কেন্দ্র করে গেল শনিবার ব্যাবসায়ী এবং সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ব্যাবসায়ী সমিতির সভাপতি কাপ্তাই ইউনিয়ন আ`লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী   চালকদের হাতে আহত হন। এ নিয়ে  রোববার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই পক্ষের সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ২৪ ঘন্টার মধ্যে সিড়িটি সরানোর আল্টিমেটাম দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত