খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

Published: 31 Jul 2017   Monday   

জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা  সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যলয় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.রাশেদুল ইসলাম। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউসার হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক  জিয়া আহম্মেদ সুমন , খাগড়াছড়ি এএসপি মো.আব্দুল কাদের ,পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা , খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরু জামান , নির্বাহী কর্মকর্তা টিটন খীসা , সহকারী কমিশনার এস এম শান্তনু চৌধুরী , জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এস এম শফি ,  উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা , জেলা শিক্ষা অফিসার মো. আজিজুল হক , সুদর্শন দত্ত প্রমুখ। এছাড়া এনজিও প্রতিনিধি  ও  শিক্ষকরা উপস্থিত ছিলেন ।

 

সভায় নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শে উজ্জীবিত করতে  টাউন হলে স্থাপিত জাতির পিতা  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হল পর্যন্ত র‌্যালির আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা , কবিতা আবৃত্তি, চিত্রাংকন  এবং  মসজিদ , মন্দির , গির্জা , বিহারে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মো.রাশেদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর আর্দকের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে এক যোগে কাজ করার পাশাপাশি খাগড়াছড়ি বিভিন্ন স্কুল , কলেজ ,মাদ্রাসা  সকল ছাত্র ছাত্রীদেরকে জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস সর্ম্পকে তুলে ধরার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত