কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপন এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন

Published: 31 Jul 2017   Monday   

বর্ডার গার্ড বাংলাদেশ (বজিবি) ১৯ ব্যাটিালিয়ান ওয়াগ্গাছড়া  কাপ্তাইয়ে উদ্যোগে  সোমমবার ব্যাটালিয়ান হে কোয়ার্টার চত্বরে বৃক্ষ রোপন অভিযান এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

 

 বিজিবির  ১৯ ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্ণেল শহীদুল ইসলাম প্রধান  অতিথি হিসাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন।  এ উপলক্ষে ১৯ ব্যাটালিয়ান হেড কোয়াটারে আয়োজিত সুধী সমাবেশে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার  মোঃ তারিকুল আলম সহ বিজিবির উর্তন কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান  অংসুসাইন চৌধুরী,  কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ,উপজেলা পরযায়ের কর্মকর্তা  এবং কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

 অনুষ্ঠানে  বলা হয়, বিজিবি রাঙামাটি সেক্টরের অধীন প্রতিটি ব্যাটালিয়ানের সকল অফিসার এবং সৈনিকরা এইসব বৃক্ষরোপন কর্মসূচী এবং পোনাঅবমুক্তকরন কর্মসূচেীতে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। গত ১৩ জুনের ভয়াবহ প্রাকৃতিক বিপরযয়ের সময়  বিজিবি রাঙামাটি সেক্টরের অধীন বিভিন্ন ব্যাটালিয়ানের সদস্যরা উদ্ধার  কর্মকান্ড পরিচালনা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সার্বক্ষনিক ভাবে সহায়তা প্রদান করে আসছে।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, সাম্প্রতিক পাহাড় ধ্বসের ঘটনায় কাপ্তাইসহ রাঙ্গামাটি বিভিন্ন স্থানে মৎস্য পুকুর ও পাহাড়ের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এলাকার সকলকে ব্যাপক ভাবে বৃক্ষ রোপন ও মাছ চাষে উদ্বুদ্ধ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত