যমুনাছড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন পূনঃনির্মানে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

Published: 31 Jul 2017   Monday   

প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে  ভেঙ্গে যাওয়া বিলাইছড়ির যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃ নির্মানের আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

জানা যায়,গেল ১৩ জুন প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে দুর্গম বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে যায়। খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে ছুটে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা’সহ আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা। পরিদর্শনের পর বিদ্যালয়টির নাজুক অবস্থা দেখে ভবনটি পূনঃনির্মানের জন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন পরিষদ চেয়ারম্যান। 

 

এদিকে, প্রতিশ্রুতী অনুসারে বিদ্যালয়টি পূনঃ নির্মানের জন্য  গত রোববার যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারেম বম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান রিনলম বম পালমের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা তুলে দেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

এ সময় এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যা লাল তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১নং বল্লালছড়া মৌজার হেডম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরুন কান্তি তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উজ্জল তংঞ্চঙ্গ্য প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত