সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত হচ্ছে

Published: 31 Jul 2017   Monday   

সোমবার মধ্যরাত সাড়ে ১২টা থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গেল ১মে থেকে মাছের সুষ্ঠ প্রজনন, বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য শিকার, আহরণ,বাজারজাতকরণ ও পরিবহনের উপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারী করে জেলা প্রশাসন।


এদিকে, দীর্ঘ তিন মাস মাছ শিকার বন্ধ থাকার পর হ্রদ মাছ শিকারে উন্মুক্ত হওয়ায় জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির (বিএফডিসি) সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের উপর গেল ১মে থেকে হ্রদে সকল প্রকার মাছ শিকার, অহরণ,বাজারজাত ও পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তিন মাস পর্ষন্ত হ্রদে সকল প্রকার মাছ শিকার,আহরণ নিষেধাজ্ঞার পর সোমবার রাত সাড়ে ১২টা থেকে মাছ শিকারের জন্য উন্মুক্ত করার প্রজ্ঞাপণ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, কাপ্তাই হ্রদে কেবলমাত্র বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি(বিএফডিসি) থেকে লাইসেন্সধারীরা মাছের নির্ধারিত শেয়ার অথবা শুল্ক প্রদান সাপেক্ষে কাপ্তাই হ্রদে মাছ শিকার যাবে। এছাড়া হ্রদের ৭টি মাছের অভয়াশ্রম এলাকায় কোন প্রকার মাছ শিকার যাবে না। সেগুলো হল ফিরচারী ঘাট সংলগ্ন হ্রদ এলাকা, রাঙামাটি রাজ বন বিহার সংলগ্ন, জেলা প্রশাসকের বাংলো এলাকা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘাট সংলগ্ন এলাকা, নানিয়ারচরের ছয়কুড়ি বিল এলাকা, কাপ্তাইয়ের নৌ বাহিনী ক্যাম্প সংলগ্ন এলাকা ও বিলাইছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন হ্রদ এলাকা।

 

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নয় ইঞ্চির নিচে কোন পোনা মাছ শিকার যাবে না। বিএফডিসি’র নির্ধারিত অবতরণ ঘাট ব্যতীত অন্য কোথাও মাছ অতবরণ করা যাবে না এবং বিএফডিসি নির্ধারিত শুল্ক পরিশোধ ব্যতীত কোন মাছ বা শুটকি বিক্রয় করা যাবে না।


এদিকে, দীর্ঘ তিন মাস কাপ্তাই হ্রদের মাছ শিকার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হ্রদের উপর জীবিকা নির্ভরশীল প্রায় ৭০ হাজার মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে শুধূ জেলে রয়েছেন ২০ হাজার ১৬৯জন। তিন মাস বন্ধের পর প্রায় ৫০টির মত বরফও কল খুলেছে। এসব বরফ কল থেকে বরফ নিয়ে গতকাল সকাল থেকে হ্রদের বিভিন্ন প্রান্তে চলে গেছেন জেলে ও বোট চালকরা।


এফডিসি`র রাঙামাটির উপ-ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম জানান,সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার, আহরণ,বাজারজাত ও পরিবহনের জন্য উন্মুক্ত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত