সুবলং বাজারে মদ বিক্রেতা ১৭ দরিদ্র পরিবারকে পুনর্বাসন

Published: 02 Aug 2017   Wednesday   

বুধবার বরকল উপজেলার সুবলং বাজারের মদ বিক্রেতা ১৭টি দরিদ্র পরিবারের মাঝে বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।

 

মাদক দ্রব্য ‘মদ’কে না বলো শ্লোগানে- ইউএনডিপির সহায়তায় এবং সুবলং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শুভলং বাজারের হাটখোলা বাজার সেটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে ইউএনডিপির কর্মকর্তা (ডিস্ট্রিক লিভলিহুড কমিউনিটি মোক্ষিলাইজার) বিহিত বিধান খীসা, দৈনিক সকালের খবর রাঙামাটি প্রতিনিধি বিহারী চাকমা, ইউএনডিপির বরকল উপজেলা কৃষক মাঠ স্কুলের সমন্বয়কারী আশীষ চাকমা, সুবলং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন রায়, ইউপি সদস্য কাঞ্চন চাকমা ও নন্দিত চাকমা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে   পুনর্বাসনের লক্ষে সুবলং ইউনিয়নের বোবাপাড়ার ১৭টি মদ বিক্রেতা দরিদ্র পরিবারের মাঝে  বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল বিতরণ করা হয়

 

এ সময় বক্তারা বলেন, মদ বিক্রি করে জীবিকা নির্বাহ করা পরিবারগুলোকে সমাজে ভালো চোখে  দেখা হয় না। মদ্যপায়ী লোকজন মাতাল হয়ে এলাকায় বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাতেও মদ বিক্রেতাদের দোষারোপ করা হয়। এজন্য সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য মদ বিক্রি বা ব্যবসা থেকে বিরত থেকে অন্য পেশা অবলম্বন করে সুস্থ সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

 

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, বোবাপাড়া গ্রামের ১৭টি পরিবারে কোনটিতেই এসএসসি পাস করা মানুষ নেই। মদ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি তাদেরকে মদ বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। মদ বিক্রি পেশা থেকে সরে এসে এখন তারা কৃষিকাজ, মাছ ধরা ও গবাদি পশু পালন করবে। এজন্য ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত পাড়া উন্নয়ন কমিটির (পিডিসি) সঞ্চয়ের টাকা থেকে বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল ক্রয় করে এসব দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত