রামগড় ৪৩, বিজিবি’র উদ্যোগে বৃক্ষরোপন ও মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচী

Published: 02 Aug 2017   Wednesday   

৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপন ও মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে।

 

সোমবার অফিস আঙ্গিনায় একটি ফলদ চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন  করেন ব্যাটালিয়ন সদর দপ্তরে জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুর রশীদ পিএসসি। এসময় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

 ৪৩,বিজিবি’র সহকারী পরিচালক মো. মোস্তফা জানান, চলতি অর্থবছরে বিজিবি জোন সদর দপ্তরের আওতায় ১২টি বিওপি, ২টি বিশেষ সীমান্ত ক্যাম্প এ বনজ, ফলদ, ওষুধি ও ভেষজ মিলিয়ে বিভিন্ন প্রজাতির পনের শত গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের পুকুরে রুই, কাতল, মৃগেল ও অন্যান্য জাতের দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

তিনি আরো জানান, বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্তে আইন-শৃংখলা রক্ষা, মাদক, সন্ত্রাস এবং চোরাচালান দমনের পাশাপাশি তারা সরকারের নানা সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত