বিএনপি ক্ষমতায় গেলে জেলা পরিষদের শিক্ষকসহ অন্যান্য চাকুরিতে মেধা ভিত্তিতে নিয়োগ-দীপেন দেওয়ান

Published: 02 Aug 2017   Wednesday   

বিএনপি`র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান অভিযোগ করে বলেছেন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।  কোন যোগ্যতা বিবেচনা না করে অর্থের বিনিময়ে শিক্ষকসহ অন্যান্য চাকুরী বেচাকেনা করছে। ফলে পার্বত্য চট্টগ্রামের মানুষ আওয়ামী লীগের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জেলা পরিষদের কোন ঘুষ ছড়াই মেধা ভিত্তিতে নিয়োগ দেবে হবে। তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

বুধবার রাঙামাটির জুরাছড়িতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়নের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

উপজেলা পরিষদ রেষ্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান। উপজেলা বিএনপি’র নেতা কিরণ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলমা ভুট্টো, সহ-সভাপতি রফিক উদ্দীন,বিএনপি’র সদর উপজেলার সাধারন সম্পাদক রনেল দেওয়ান, কাউখালী উপজেলার সভাপতি সাজাই মারমা,জিয়া পরিষদের আলোক বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাপানি বিজয় চাকমা।  এসময় , যুব দল নেতা বিরানন্দ চাকমা, রাজেশ চাকমা, মোঃ সিরাজুল ইসলাম, ছাত্র নেতা জুয়েল চাকমা বাবুসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষিত দেশ ব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়নের কর্মসূচির উদ্বোধন করেন দীপেন দেওয়ান। দ্বিতীয় পর্বে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার থেকে ৪শ জন নারী-পুরুষ সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।   

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে আবারো ৭২’এর সংবিধানে ফিরে গিয়ে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে পাহাড়ী জাতিগোষ্ঠীর জাতীয় পরিচয় বিলুপ্ত করেছে। তাই নিজ নিজ জাতিসত্তার জাতীয় পরিচয় ফিরে পেতে হলে শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগদানে উৎসাহী হয়েছেন পাহাড়ের মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত