কাপ্তাইয়ের নতুন বাজারে ভ্রাম্যমান আদালতের ২০টি অবৈধ স্হাপনা উচ্ছেদ

Published: 02 Aug 2017   Wednesday   

কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণ কেন্দ্র নতুন বাজার এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ টি অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেন।

 

এর মধ্যে নতুন বাজার এলাকায় যে সমস্ত সিড়ি বাজারের মাঝখানে ব্যবসার প্রতিবন্ধকতা সৃ্ষ্টি করেছে সেই সিড়িগুলো এবং বিভিন্ন দোকানের সামনে সেই সমস্ত অবৈধ দোকান গড়ে উঠেছে সেই গুলো উচ্ছেদ করা হয়। এদিকে কাপ্তাই নতুন বাজার এলাকায়  সড়কের পাশে সেই সমস্ত সিএনজি স্টেশন গড়ে উঠেছে তাদেরকে নির্ধারিত গন্তব্য হতে গাড়ী ছাড়ার জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ সময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো: ইলিয়াছ, কাপ্তাই বনিক কল্যান সমিতির সাধারন সম্পাদক সাগর চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক সামসুল আলম মুন্না উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত