পাহাড় ধসের ঘটনায় সাপছড়ি ইউপি’র ক্ষতিগ্রস্থ মাঝে সিআইপিডি’র গৃহস্থালী সামগ্রি বিতরণ

Published: 03 Aug 2017   Thursday   
no

no

 

 

 

সম্প্রতি পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে বৃহস্পতিবার গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সমৃদ্ধি কর্মসূচী-পিকেএসএফ-এর সহযোগী সংস্থা সিআইপিডি’র উদ্যোগে সাপছড়ি ইউনিয়ন সন্মেলন কক্ষে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমনি আক্তার।  সিআইপিডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা। অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়নের সদস্য ও সিআইপিডি’র মাঠ পর্যায়ে কর্মকর্তারা উপস্তিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচীর মাঠপর্যায়ের সমন্বয়ক  চামেলী চাকমা ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাকৃতিক দূর্যোগে সাপছড়ি ইউনিয়ন ক্ষতিগ্রস্তদের ৫৬ পরিবারের মাঝে গৃহস্থালীর সামগ্রী ত্রাণ বিতরণ করেন।

 

বক্তারা বলেন প্রকৃতির উপর আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই। তাই বলে আমাদের জীবন থেমে থাকবে না । আমাদের মনোবল হারালে চলবে না । আমাদের সাহসের সাথে এই দূর্যোগকে মোকাবেলা করতে হবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত