রাঙামাটিতে ক্ষুদ্র ও কুঠির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্ধোধন

Published: 03 Aug 2017   Thursday   

রাঙামাটিতে ক্ষুদ্র ও কুঠির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী কেন্দ্রের নতুন ভবন  বৃহস্পতিবার উদ্ধোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এমময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, ইউএনডিপি’র কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা ঐশ্বর্য্য খীসা, ক্ষুদ্র ও কুঠির শিল্প (বিসিক) এর সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার ত্রিপুরা’সহ বিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধোধন শেষ অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত