জুরাছড়িতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৬৩ পরিবারকে আর্থ সহায়তা প্রদান

Published: 03 Aug 2017   Thursday   

 সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় জুরাছড়িতে ক্ষতিগ্র্স্থ ১৬৩ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

একশনএইড-বাংলাদেশ ও ষ্টার্ট ফান্ড সহায়তায় গ্রীনহিল স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাধনান্দ চাকমা। এসময় গ্রীনহিলের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপাল কান্তি মুৎসুদ্দি, মনিটরিং অফিসার মানস মুকুর চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপক চাকমা, সিনিয়র কর্মকর্তা এবং গ্রীন হিলের  অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

 

অনুষ্ঠানে গেল ১৩ জুন প্রাকৃতিক দূর্যোগ কবলিত জুরাছড়ি উপজেলার দুমদুম্যা, মৈদং, বনযোগীছড়া ও জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের অধীনে অধিবাসীদের মধ্যে ১৬৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  ৬ লক্ষ ৮২হাজার টাকা জরুরী আর্থিক সহায়তা প্রদান করেছে। এতে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত ৬পরিবারকে নয় হাজার টাকা করে চুয়ান্ন হাজার এবং আংশিক ১৫৭ পরিবারকে চার হাজার টাকা করে ছয় লক্ষ আঠাশ হাজারসহ সর্বমোট  ছয় লক্ষ বিরাশী হাজার টাকা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা সকলেরই প্রাকৃতিক দুযোর্গের পূর্বের প্রস্তুতি’র উপর সচেতনতার প্রয়োজনীয়তার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার ও সংরক্ষণের উপর সচেতনতার জরুরী প্রয়োজনীয়তার বিষয়ের আলোকপাত করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা গ্রীন হিলের এই প্রয়াস ও উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রহস্তদের সহায়তা করতে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্থদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে প্রয়োজনীয় কাজে ব্যয় করার জন্য  অনুরোধ জানান্।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত