বরকলে পানিতে ডুবে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ

Published: 04 Aug 2017   Friday   

রাঙামাটি বরকল উপজেলার ভুষণছড়ায় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকা উল্টে শহিদুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে। গেল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনা ঘটেছে। নিখোঁজ শহীদুল ইসলাম লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের হাজাছড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভুষণছড়া বাজার থেকে একটি ছোট নৌকা যোগে ৬জন নির্মাণ শ্রমিক নদীর অপর পাড়ে যাচ্ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি উল্টে গিয়ে ৬জন শ্রমিকের সবাই নদীতে পড়ে যায়। অন্য শ্রমিকরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও শহিদুল ইসলাম পানিতে ডুবে গিয়ে নিখোঁজ রয়েছেন। নিখোজ শহিদুল ইসলাম ও অন্য শ্রমিকরা ওই এলাকার ভুষণবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মণের কাজ করছিলেন।


ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, শহিদুলকে উদ্ধারের জন্য এখনো খোজাখুজি চলছে। যেহেতু পানিতে ডুবে গেছে তাই এখন আর বেঁেচ থাকবে আশা করা যাচ্ছে না। ২৪ ঘন্টা পর সাধারণত ডুবে যাওয়া মানুষদের লাশ ভেসে উঠে থাকে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান জানান, শহিদুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য এখনো খোজাখুজি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত