পানছড়িতে এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাশের উদ্বোধন

Published: 04 Aug 2017   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের ফলাফল মানোন্নয়নের লক্ষে শুক্রবার বিশেষ ক্লাশের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

পানছড়ি উপজেলা পরিষদ ও উপজেলার প্রশাসনের উদ্যোগে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম এ কার্যক্রম উদ্বোধন করেন।

 

এ সময় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম, মোঃ বাবুল হোসেন, পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির মাহমুদ, শিক্ষক বিজয় কুমার দেব প্রমূখ। এছাড়াও পানছড়ি উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও ক্লাশের অংশ নেওয়া শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,পানছড়ি উপজেলায় এসএসসি, জেএসসি ও এইচএসসি ফলাফল সন্তোষ জনক নয়। বিগত কয়েক বছর ধরে এ উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি। উপজেলায় শিক্ষার মান বাড়ানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। আগামী ৩ মাস পর্যন্ত প্রতি শুক্রবারে এ কার্যক্রম চলবে। এজন্য সকল অভিভাবকদের কাছে সহযোগিতা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত