সীতাকুন্ডে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদের ত্রাণ বিতরণ

Published: 05 Aug 2017   Saturday   
no

no

চিকিৎসা সুবিধার অভাবে ১০ শিশুর মৃত্যু কবলিত সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় খাদ্যশষ্য ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

শনিবার উভয় প্রতিষ্ঠানের একটি যৌথ প্রতিনিধি দল সোনাইছড়ি গ্রামের ৬৫টি এবং পাশের গ্রামের ১৪টি পরিবারের মাঝে পরিবারপিছু ১৫ কেজি চাল এবং নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

সোনাইছড়ি গ্রামের সুজন কার্বারী পাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, খাগড়াছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক দয়ানন্দ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, বিশিষ্ট নারী নেত্রী শাপলা ত্রিপুরা ও শিক্ষাবিদ বীনা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক সংসদের সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কান্তি ত্রিপুরা প্রমুখ।


ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক দয়ানন্দ ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, খাগড়াছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত