খাগড়াছড়িতে ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য ফলের চারা বিতরণ

Published: 05 Aug 2017   Saturday   

শনিবার সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য ফলের চারা বিতরণ করা হয়েছে।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামগড় হটিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার, বিশিষ্ট সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চৌধুরী, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল আলম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

 

চারা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়ার নিকট রামগড় শিল্পকলা একাডেমীর উন্নয়ন কাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকার চেক হস্তান্তর করেন মংসুইপ্রু চৌধুরী অপু।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, প্রধানমন্ত্রীর সুদৃঢ় পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। সে জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত