মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

Published: 05 Aug 2017   Saturday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মানিকছড়ির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  এক হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 

শনিবার সকালে সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শাহআলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কারিতাস ম্যানেজার মো. সোলায়মান এবং যুবলীগে সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

 

সভায় উপজেলার ২শত  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৮শত আম, লিচু ও তেজপাতার চারা তুলে দেয়া হয়।

 

এ সময় পাজেপ সদস্য এম.এ.জব্বার বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব, তাই তৃণমূলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে। জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে বিগত বছরের ন্যায় কৃষি অফিসের সহযোগিতায় কৃষকদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দিচ্ছে। এখন কৃষকদের দায়িত্ব হবে এসব চারা যতœসহকারে  রোপন করা এবং পরিচর্যা করার। তবেই খাদ্যের পাশাপাশি মানুষের পুষ্টি পূরণে সহায়ক হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত