লামায় পাহাড় কাটার অপরাধে দুই ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা

Published: 05 Aug 2017   Saturday   

লামার ফাইতংয়ে অবৈধভাবে ইটভাটা (ব্রিকফিল্ড) স্থাপনের জন্য পাহাড় কাটার দায়ে শনিবার দুপুরে  দুটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় নতুন ভাবে দু`টি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য ডোজার( এসকাভেটর) দিয়ে পাহাড় কাটা হচ্ছে। খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা ও প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) ধারায় চকরিয়ার বাবুল চৌধুরীকে ২ লক্ষ টাকা ও চকরিয়া পৌরসভা মেয়র মোঃ আলমগীর চৌধরীর ছোট ভাই বেলাল উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা  করেন। ভ্রাম্যমান আদালত চলাকালে ২ টি এসকেভটর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমার আদালত পরিচালনার সময় লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু জানান, দু`টি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য ডোজার( এসকাভেটর) দিয়ে পাহাড় কাটার অপরাধে দুই ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত