খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ- মিছিল ও স্বারকলিপি প্রদান

Published: 06 Aug 2017   Sunday   

শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক সুরুজ মিয়া ও তার জামাতা সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনসহ দলীয় কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আওয়ামীলীগের সভাপতির বরাবরে স্বারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

 

রোববার সকাল ১১ টায় খাগড়াছড়ি কদমতলী জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে কোট বিল্ডিল হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে স্বারক লিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। স্বারক লিপিতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি মনির হোসেন খান,সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া.যুগ্ন সম্পাদক নির্মলেন্দু চৌধরীসহ ১২জন স্বাক্ষর করেন।


স্বারক লিপিতে উল্লেখ করেন বহিস্কৃত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম ও তার দুই ভাই মেয়র রফিকুল আলম এবং জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পদক মোঃ দিদারুল আলম ও যুগ্ন সম্পাদক এসএম শফি এবং শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠিায়ারী মিলে দলীয় কর্মীদের উপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে।


সর্বশেষ গেল মঙ্গলবার শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সুরুজ মিয়ার উপর এবং পরের দিন তার জামাতা সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের উপর হামলা করে সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলমে দলের লোকজন।


এ ঘটনায় মেয়র রফিকুর আলম ও তার ভাই জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন শ্রমিক লীগের আহ্বায়ক জানু শিকদার ।

 

এদিকে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মেয়র রফিকুল আলমের সমর্থকরাও।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত