১৫ দিন উৎপাদন বন্ধ থাকা কেপিএম-এর পূনরায় কাগজ উৎপাদন শুরু

Published: 06 Aug 2017   Sunday   

টানা বর্ষন ও পাহাড়ি ঢলের পানিতে কর্ণফুলী নদীর তলদেশে থাকা কেপিএম’র পাম্প হাউজ নষ্ট হয়ে পড়ার কারণে ১৫ দিন ধরে উৎপাদন বন্ধ থাকা কর্ণফুলী পেপার মিলে  রোববার সকাল থেকে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

 

স্থানীয়রা জানায়, কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কেপিএম এর পাম্প হাউজের ভিতরে থাকা মোটরগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এতে পানির অভাবে মিলের উৎপাদন বন্ধসহ এলাকার সাপ্লাই পানি সরবরাহ বন্ধ থাকে।  ফলে কেপিএম এলাকার ১৫ হাজার জনগোষ্ঠির খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটের ফলে শ্রমিক-কর্মচারী ও আবাসিক লোকদের ভোগান্তি চরমে উঠে।


সূত্র জানায়, কাপ্তাইয়ের বড়ইছড়িস্থ ওয়াগ্গা ছড়ায় কর্ণফুলী পেপার মিলে পানি সরবরাহের প্রধান পাম্প হাউজটির অবস্থান। পাশের কর্ণফুলী নদী থেকে পানি নিয়ে মিলের কাগজ উৎপাদন ও মিলের আবাসিক এলাকায় পানির চাহিদা মেটানো হয়। পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি বাঁধের ১৬ স্পিলওয়ে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়ায় গেল ২২ জুলাই থেকে কর্ণফুলী নদীতে থাকা কেপিএম’র পাম্প হাউজটির সবক’টি মোটর গভীর পানির নিচে তলিয়ে যায়। ফলে পাম্পহাউজটিতে পলিজমে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।  পেপার মিলের উৎপাদন ও সকল শ্রমিক-কর্মচারী ও আবাসিক এলাকার লোকদের পানি সরবরাহ গেল ১৫দিন ধরে বন্ধ থাকে।

 

মিলটির ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এ কাদের জানান, কর্ণফুলী নদীর ৪০ ফুট নিচে পানির পাম্প হাউজে ত্রুটি দেখা দেয়ায় পানি সরবরাহ বন্ধ থাকে। নৌবাহিনীর ডুবুরি দিয়েও পাম্পগুলো মেরামতের চেষ্ঠা চালানো হয়। সম্ভব না হওয়ায় কেপিএমের উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়। কাপ্তাই বাঁধের অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছাড়ার কারণে নদীর স্রোত বেশি হওয়ায় পলি জমে পাম্প হাউজের মোটর গুলো অকেজো হয়ে পড়ে বলে তিনি জানান। 

 

তিনি আরো জানান, গেল শনিবার বিকেলে যান্ত্রিক ত্রুটি সারিয়ে মিলে পানি সরবরাহ স্বাভাবিক হবার পর রোববার থেকে পুনরায় কেপিএম’র কাগজ উৎপাদন শুরু  হয়েছে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত