বরকলে বালুবাহী বোটের ধাক্কায় আহত ২

Published: 09 Aug 2017   Wednesday   

বুধবার বরকল উপজেলায় ২নং বরকল সদর ইউনিয়নের গরগরিছড়া এলাকায় রাঙামাটি থেকে আসা একটি বালুবাহী বোটের ধাক্কায় দুই জন আহত হয়েছেন। এরা হলেন শান্তি রানী চাকমা (৩২) পিতা-জীবক চাকমা গ্রাম খুব্বাং। শান্তি রঞ্জন চাকমা (৩৫) পিতা-ধীরেন্দ্র চাকমা গ্রাম ঠেগামুখ। এর মধ্যে  শান্তি রানী চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা যায়, বুধবার বরকল সদরের কিছু দুরে গরগরিছড়া এলাকায় রাঙামাটি থেকে অাসা একটি বালুবাহী ট্রলার বোট বরকল থেকে রাঙামাটির উদ্দেশ্য যাওয়া অপর একটি ট্রলার বোটকে ধাক্কা দেয়।  এতে বোটের যাত্রী শান্তি রানী চাকমা ও শান্তি রঞ্জন চাকমা গুরুতর  আহত হন। তাদের প্রথমে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে শান্তি রানী চাকমার আঘাত গুরুত্বর হওয়ায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রলারটি বরকল সদর ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জন্য বালু পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে।

 

বরকল মডেল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম জানান- দুর্ঘটনার বিষয়টি শুনেছি। কিন্তু থানায় মামলা হয়নি। দবে মামলা করা হলে তার ব্যস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত