ভারী বর্ষনে হ্রদের পানি উচ্চতা বৃদ্ধিতে পর্যটনের ঝুলন্ত সেতু পানির নিচে

Published: 12 Aug 2017   Saturday   

কয়েক দিনে টানা ভারী বর্ষনের কারণে াপ্তাই হ্রদের পানিরর উচ্চতা বৃদ্ধিকে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুটি প্রায় দুই ফুট পানিতে ডুবে যাওয়ায় শনিবার থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে পর্যটকদের চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতুতে পানি উঠায় পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁিক এড়াতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল শনিবার থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পানি কমে গেলে আবারও পর্যটকদের চলাচলের জন্য পর্যটন সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে।


জানা যায়, ৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী করে আকর্ষনীয় ঝুলন্ত সেতু। এ ঝুলন্ত সেতুর পূর্বের দিকে তাকালে দেখা মিলে অপূর্ব স্বচ্ছ জলরাশিসহ ছোটবড় বিস্তৃর্ণ নৈসর্গিক সবুজ পাহাড়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত