ভারী বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়িতে আকস্মিক বন্যা

Published: 12 Aug 2017   Saturday   

ভারী বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নিমনাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বর্তমান প্রায় ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন।


জানা যায়, ভারী বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়। এতে নিমনাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ১৩ শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে স্থানীয় প্রশাসনের খোলা আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। এসব কেন্দ্রগুলো হল কিশালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যম পাড়া বায়তুশরফ ও বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বাঘাইছড়ি ইউনিয়নের পূর্বলাল্যাঘোনা এলাকার জমরি মেম্বার ওর্য়াডের প্রায় শতাধিক পরিবার বটতলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ১০ মেট্রিক টন এবং বাঘাইছড়ি পৌর সভা থেকে ৫ মেট্রিকটন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে।


বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকতা মোঃ আল ইমরান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ইতিমধ্যে ২শ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে।ইতিমধ্যে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আশ্রিতদের শুকনা খাবার ব্যবস্থা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত