বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শ্রমিকলীগের শোক র‌্যালী

Published: 12 Aug 2017   Saturday   

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার শোক র‌্যালী ও শোক সভা করেছে শ্রমিক লীগের খাগড়াছড়ি নেতাকর্মীরা।


খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ চেতনা মঞ্চে আয়োজিত শোক সভায় অতিথির ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।জেলা শ্রমিকলীগ সভাপতি সৌরভ তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলী সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ,জেলা আওয়ামীলীগে সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটি নুরনব্বী চৌধুরী , জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা ,জেলা আওয়ামীলীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ,জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বাসন্তী চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রইছ উদ্দিন, জেলা শ্রমিকলীগে আহ্বায়ক জানু সিকদার , মুক্তিযুদ্ধ প্রজম্মলীগ সভাপতি হাসান,খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাবেদ , জেলা যুবলীগ সহ সভাপতি হেলাল ,জেলা সেবচ্ছাসেবকলীগ সাবেক আহ্বায়ক জুয়েল ত্রিপুরা ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার ,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চন্দর কুমার দে প্রমুখ।


এর আগে একটি শোক র‌্যালী খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ চেতনা মঞ্চ থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। সভা শেষে প্রধান অতিথি জেলা কৃষক ও কৃষাণীদের মাঝে চারা বিতরন করেন ।


প্রধান বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গেছেন সে দেশে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কথায় চিন্তা করে সারের দাম কমিয়ে দিয়ে জনগন যাতে সহজে কৃষি কাজ করতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয় খাগড়াছড়িতে রাস্তা যোগাযোগ বৃদ্ধি পেয়ে এবং জেলাবাসী শান্তিতে বসবাস করতে পারছে । সেটাই জনগণ বুঝতে পেরে বার বার আওয়ামীলীগ ভোট দিয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত