কাপ্তাইয়ের ডায়রিয়া প্রকোপ, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭

Published: 12 Aug 2017   Saturday   

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ড উজানছড়িতে প্রায় ১০ জনের অধিক ডায়রিয়ার আক্রান্তের খবর পাওয়া গেছে। তৎমধ্যে ৭ জনকে শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ উদ্দিন চৌধুরী জানান, ছড়ার পানি খেয়ে এই এলাকার বাসিন্দারা ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। তিনি জানান অতি বর্ষনের ফলে উজান থেকে নেমে আসা পানি ছড়াতে যায়, সেই ছড়ার পানিতে বিভিন্ন জীবানু থাকে,এই এলাকার অধিকাংশ অধিবাসী ছড়ার পানি পান করে থাকে,ফলে এই এলাকায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।  কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ড উজানছড়িতে প্রায় ১০ জনের অধিক ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। তৎমধ্যে ৭ জনকে শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন  উজানছড়ি গ্রামের মেসিপ্রু মার্মা (৪৫), উমেচাই মার্মা(১৮), মংহ্লা মার্মা(১২), হ্লাহেউ মার্মা(৭), অংবাই মার্মা(৩৫), মাপাইউ মার্মা(৪০) এবং উহাঅংলা মার্মা(৩২)।

 

তিনি আরো জানান, ওই ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে ঘরে ঘরে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেছে এবং আক্রান্তদের খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। তিনি সকলকে বিশুদ্ধ পানি পান করার এবং পানি ফুঁটিয়ে খাবার পরামর্শ দেন।

 

এদিকে শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডায়রিয়ার আক্রান্তদের দেখতে যান এবং আক্রান্তদের খোজ-খবর নেন।

 

চিৎমরম ইউপি চেয়ারম্যান একই এলাকার বাসিন্দা খ্যাইসা অং মার্মা বলেন এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছড়ার পানি পান করে আসছে। হঠাৎ আজ কেনো তারা ডায়রিয়ার আক্রান্ত হলো সেটা স্বাস্থ্য বিভাগের লোকজন তদন্ত করে জানাতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত