বাঘাইছড়িতে ৮টি ইউনিয়নে নতুন করে বন্যা

Published: 13 Aug 2017   Sunday   

কয়েক দিনে ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাঙামাটির বাঘাইছড়িতে ৮ ইউনিয়নে নতুন করে বন্যা দেখা দিয়েছে।

 

জানা যায়,ভারী বর্ষনে বাঘাইছড়ি উপজেলার  কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পৌরসভাসহ  ৮ টি ইউনিয়নে নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে।  এতে ২হাজার ৭৩০  পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ধানের ও মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১২২ মাছের পুকুর তলিয়ে গেছে। উপজেলা সদরের সাথে  সব কয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে উপজেলা পরিষদ কার্যালয়ের নিচ তলায় পানিতে ডুবে গেছে। এছাড়া বন্যায় পানিতে ডুবেছে উপজেলা প্রকৌশলী অফিস, হিসাব রক্ষন অফিস, মৎস্য অফিস, কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, খাদ্য নিয়ন্ত্রক অফিস, পরিসংখ্যান অফিস, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়, বেশ কয়েটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকতা মোঃ আল ইমরান জানান,বন্যার পানিতে  ৩৫০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে খাবার বিতরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত