কর্ণফুলি ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Published: 13 Aug 2017   Sunday   

রোববার কাপ্তাই কর্ণফুলি ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

কর্ণফুলী ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এই এইচ এম বেলাল চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার এসআই যশ্ব চাকমা,অধ্যাপক আবু তালেব, অধ্যাপক সুদর্শন বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম এবং ডিগ্রীর শেষ  বর্ষেরর ছাত্র আল আমিন। আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী।

 

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, তিনি বাঙ্গালী জাতির অংহকার। তাঁর জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত