লামায় ছিন্নমূল মানুষের মাঝে ছাতা বিতরণ

Published: 14 Aug 2017   Monday   

সোমবার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ১২০জন ছিন্নমূল মানুষের মাঝে  ফার্স্ট এইড বক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০টি  ছাতা প্রদান করা হয়েছে। 

 

উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার নিপিউ ম্রো ও সংগঠনের পক্ষে ফার্স্ট এইড ফাউন্ডেশনের সদস্য উথোয়াই মার্মা জয়।

 

 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিন্নমূল মানুষের মাঝে ছাতা তুলে দিয়ে তিনি বলেন, অতি বৃষ্টির কারণে মানুষ কষ্ট পাচ্ছে। তাই এ কষ্ট অনুভব করে ঢাকা থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ফার্স্ট এইড ফাউন্ডেশন এর পরিচালক মোঃ শামসুদোহা গজালিয়া ইউনিয়নের ছিন্নমূল মানুষের জন্য ১২০টি ছাতা প্রদান করেন। এর পূর্বে শীতের মৌসুমেও শীত বস্ত্র বিতরণ , ফ্রি ঔষুধ ও চিকিৎসা সেবা দিয়ে ছিলেন।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত