মানিকছড়িতে পাহাড়ি নারী ধষর্ণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের উদ্বেগ ও নিন্দা

Published: 14 Aug 2017   Monday   

শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্যছোলা এলাকায় এক পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল শনিবার ফটিকছড়ির নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়া থেকে ভিক্টিম ওই নারী (নেপচুন চা বাগানের শ্রমিক) মানিকছড়ির যুগ্যছোলা বাজারে সওদা করতে যায়। বিকাল ৫টায় বাজার করে বাড়ি ফেরার পথে ভাঙ্গামুড়া গ্রামের মোঃ সফর আলীর ছেলে মোঃ সাগর মিয়া(২০) ও সেমুতাং গ্যাসফিল্ড এলাকার আলাউদ্দিন পাটোয়ারীর পুত্র মোঃ জাফর(২৩) ওই নারীকে টেনেহিঁচড়ে ভাঙ্গামুড়া এলাকার একটি খালি বাড়িতে নিয়ে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনার টের পেয়ে এলাকার জনগণ রাতে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। উক্ত ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত ধর্ষকদের গ্রেফতার করেনি।

 

প্রেস বার্তায় অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়ি নারীসহ দেশে সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত