বরকলে জাতীয় শোক দিবস পালন

Published: 15 Aug 2017   Tuesday   

 

রাঙামাটির বরকলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদের পুরানো হল রুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা,সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা মোঃ আবু বক্কর মোল্লা সহ-সভাপতি মোতালেব মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলার যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষক ও শ্রমিক লীগের একাংশের নেতাকর্মীরা বরকল বাজারের পাবলিক ক্লাবে বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সবুর খানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালিত হয়। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অংছাচিং মারমা সহ ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগ ও শ্রমিকলীগের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শোক সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার তার পরিবারের সদস্য সহ এযাবত কাল আন্দোলনে যেসব নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের উদ্দেশ্যই এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শোক দিবসের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে উভয় দলের নেতাকর্মীরা কাঙালি ভোজের আয়োজন করা হয়।


অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের দুর্দিনে তৃণমুল পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলকে ধরে রেখেছেন। কিন্তু আজ দলের সুদিনে কিছু সুবিধাবাদী নেতা তাদের স্বার্থ গোছাতে ব্যস্ত থাকায় দলের সেই অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের কোন মুল্যায়ন নেই। দলের সকল পর্যায়ের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত বলে তাদের অভিযোগ। তাই এ ব্যাপারে দলের উর্ধ্বতন নেতৃর্বৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত