খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত

Published: 15 Aug 2017   Tuesday   

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে  সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালী বের করে র‌্যালটি কোট বিল্ডিং মোড় হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে টাউন হল মাঠে চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এর পর ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং জেলা প্রশাসক মোঃ রাশেদুল  ইসলাম,পুলিশ সুপার মোঃ আলী আহম্মদ খান, খাগড়াছড়ি প্রেস ক্লাব এবং পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলো ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এদিকে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গুলো জেলা আওয়ামীলীগের কদম তলী অস্থায়ী কার্যালয় থেকে শোক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে চেতনা মঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  র‌্যালীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনেরনেতৃ বৃন্দরা অংশগ্রহন করে। এছাড়া দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও কাঙ্গালি ভোজের আয়োজন করে জেলা আওয়ামীলী।

 

এছাড়া ও জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত