রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

Published: 15 Aug 2017   Tuesday   

শোক র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পালিত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি ছিলেন  সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এর আগে শহরের ভেদেভেদীস্থ বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শোক র‌্যালীটি  বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

এছাড়া দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন ও শোক সভার আয়োজন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরাসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত