কাপ্তাইয়ে বঙ্গ বন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

Published: 15 Aug 2017   Tuesday   

জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে মঙ্গলবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক রেলী,আলোচনা সভা মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, সহকারী পুলিশ সুপার( কাপ্তাই) আসলাম ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী প্রমুখ।


শোক সভায় বক্তারা আরো বলেন জাতির জনকের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, তাই সোনার বাংলা গড়তে হলে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে,যেমন তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন।


আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা রেফাত উল্লাহকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে একটি শোক রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে কাপ্তাই উপজেলা আ`লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই জাতীয় বিদুৎ শ্রমিক লীগ( সিবিএ) এর উদ্যোগে কাপ্তাই পানি বিদুৎ সিবিএ অফিসে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন। সিবিএ সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত