কাপ্তাইয়ে আ:লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

Published: 15 Aug 2017   Tuesday   

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে,সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে হবে।


মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব বলেন।


উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ওয়ামীলীগের সভাপতি অংচুইসাইন চৌধুরী।


উপজেলা ওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা ওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,উপজেলা ওয়ামীলীগের সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, মাকসুদুর রহমান মুক্তার, উপজেলা মহিলা ওয়ামীলীগের সভাপতি মনোয়ারা জাহান, যুবলীগের সভাপতি নাছির উদ্দিন,সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকি,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক,উপপজেলা ত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন,সম্পাদক এ আর লিমন প্রমুখ।

 

আলোচনা সভায়  ওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্বরের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।


এর আগে সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত