আঞ্চলিক সংগঠনগুলোকে জাতীয় রাজনীতিতে সম্পৃত্তের আহবান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র

Published: 16 Aug 2017   Wednesday   

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেএসএস ও ইউপিডিএফসহ আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে অন্য স্বপ্ন বাদ দিয়ে জাতীয় রাজনীতির মূল স্রোত ধারায় সম্পৃত্ত হয়ে সরকারের উন্নয়নের সুফল ভোগ করার আহবান জানিয়েছেন।

 

বুধবার সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় দুটি বিদ্যুৎ সম্প্রসারণ কেন্দ্রের উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ত সাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এ আহবান জানান।

 

গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী,সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক এড.আশুতোষ চাকমা, পাজেপ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা আ: জব্বার, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

 

আলোচসা সভা শেষে আওয়ামীলীগের সদস্য সংগ্রহের অংশ হিসেবে গুইমারা উপজেলায় আওয়ামীলীগের সদস্য নবায়ন ফরম পুরণ করে প্রধান অতিথির হাতে তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। 

 

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও পাজেপ সদস্য মংশেইপ্রু চৌধুরী অপু,জুয়েল চাকমা, সাবেক জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, পাজেপ সদস্য শতরূপা চাকমা,নিগার সুলতানা,জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা প্রমূখ।

 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি সম্প্রীতি উন্নয়নে বিশ্বাস করে, খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ী-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন নষ্ট করতে ষড়যন্ত্রকারী তৎপর রয়েছে। ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো এ দেশে তৎপর রয়েছে। । ষড়যন্ত্রকারীরা পার্বত্য জেলায় শান্তি নষ্ট করতে বিভ্রান্তী সৃষ্টির পায়তারা করছে। এ সময় তিনি বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, যারা এদেশের শান্তি চায় না তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য সকলকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে তিনি জাতি ভেদ ভুলে মিলেমিশে সকলকে বাংলা মায়ের অভিন্ন সন্তান হিসেবে কাজ করার আহবান জানান।

 

এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সব সময় দু:খী মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এছাড়াও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে জনমানুষের শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে দল যাকে নমিনেশন দিবে তারপক্ষেই তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত