রাঙামাটিতে ইউপি`র স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

Published: 16 Aug 2017   Wednesday   

স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিয়নে পরিষদে সেবার মান উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার ও সনাক সদস্য  নিরূপা দেওয়ান উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বালুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুনকান্তি চাকমা, সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার এবং সনাক সদস্য  নিরূপা দেওয়ান।

 

সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় রাঙ্গামাটি সনাকের কার্যক্রম উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।


মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য তথ্যের উন্মুক্ততা; সেবা সম্পর্কিত তথ্য বোর্ড স্থাপন, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামফলক স্থাপন এবং অভিযোগ বাক্স স্থাপন, অভিযোগ দায়ের ও প্রতিবিধান কার্যকর করার জন্য রেজিষ্টার চালুর বিষয়ে আলোচনা হয়। তাছাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী প্রতিনিধিবৃন্দের উন্নয়ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির জন্য চেয়ারম্যানবৃন্দের দায়িত্ব বিষয়ে আলোচনা হয়।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন “নাগরিক বান্ধব সেবা প্রদানের জন্য সেবা সম্পর্কে জনগণকে তথ্য জনানোর জন্য তথ্যবোর্ড গুরুত্ববহন করে। যে সমস্ত ইউনিয়ন পরিষদে তথ্যবোর্ড নেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের দায়িত্ব হচ্ছে তথ্য বোর্ড স্থাপন করা এবং সাধারণ জনগণ যাতে যে কোন অভিযোগ জানাতে পারে সেজন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্স স্থাপন প্রয়োজন”।


উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে জনগণের কাছের প্রতিষ্ঠান হল ইউনিয়ন পরিষদ। তাই ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে জনগণকে সচেতনতার মাধ্যমে সর্বোত্তম সেবা প্রাপ্তি নিশ্চিত হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল পড়া প্রয়োজন”।


সভাপতির বক্তব্যে চাঁদ রায় বলেন “ইউনিয়ন পরিষদে তথ্যের সহজলভ্যতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। জনগণ যদি সেবা সম্পর্কে সচেতন হয় তাহলে দুর্নীতি হ্রাস পাবে”।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত