কাপ্তাইয়ে আটক ১৮ শিবির কর্মীর মধ্যে ৭জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

Published: 17 Aug 2017   Thursday   
no

no

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে আটক ১৮ শিবির কর্মীকে বৃহস্পতিবার  আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত  ৭জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  এছাড়া বাকি ১১জনের বয়স নিয়ে জটিলতা থাকায় বয়স নিরুপনের জন্য আদেশ দেন আদালত।

 

মামলার আইও আবদুল আলী জানান কাপ্তাই সুইডেন পলিটেকনিকে আটক ১৮ শিবির কর্মীকে বৃহস্পতিবার  জলা দায়রা ও জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসিনের আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত  ৭জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ৭জন হলেন আরমান,হাসান, রাব্বি,বিল্লাল হোসেন, মো.কাউসার মনির ও ঈমাম হাসান। এছাড়া বাকি ১১জনের বয়স নিয়ে জটিলতা থাকায় বয়স নিরুপনের জন্য আদেশ দেন আদালত।  আদালত আগামী ২৮ আগষ্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার রাতে কাপ্তাইয়ের নতুন বাজার জাকির হোসেনের স’মিল সংলগ্ন একটি মেস থেকে ১৮ শিবির কর্মীকে আটক করে পুলিশ। তিনি বলেন, অভিযানে শিবির কর্মীদের কাছে শিবিরের বই,চাঁদা আদায়ের ৪৫টি রশিদ বই, রেজিষ্টার খাতা ও বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গেল বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)ধারায় কাপ্তাই থানায় একটি মামলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত