রাঙামাটিতে পথিকৃৎ পাঠাগারের উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ

Published: 18 Aug 2017   Friday   

শুক্রবার রাঙামাটিতে পথিকৃৎ পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে  নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

হোটেল ডিগনিটি হলরুমে পথিকৃৎ পাঠাগারের সংগঠক সুজন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা কলিন চাকমা, সংগঠক আশাধন চাকমা ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক মধুলাল তঞ্চঙ্গ্যা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনীল বিকাশ চাকমা। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী  আক্তার, অনুরায় ত্রিপুরা, টিটু চাকমা, পাবলিক কলেজের সবিনন্দ ত্রিপুরা, দিগ্যমনি ত্রিপুরা।

 

বক্তারা বলেন আজকের এই নবীনরাই আগামীতে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষারর মূল্য উদ্দেশ্য হবে মানুষ্যত্ব অর্জন করা শুধু সার্টিফিকেট অর্জন নয়। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রয়াত বোধিসত্ব চাকমা ২০১৪ সালে মার্চ মাসে এই পাঠাগার প্রতিষ্ঠা করেন। এই নবীনবরণে তাই প্রয়াত বোধিসত্ব চাকমার  প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

বক্তারা আরো বলেন বর্তমান ভোগবাদী সংস্কৃতি, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার যুগে উন্নত রুচি ও সংস্কৃতি জন্য ঐক্যবদ্ধভাবে নবীনদের লড়তে হবে। সমাজ, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে ধারণ করে সামাজিক কাজে অংশগ্রহন করতে হবে। তবেই দেশ ও সমাজ এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত