কাপ্তাইয়ের কুকিমারা এলাকায় সড়ক ধসে রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

Published: 18 Aug 2017   Friday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে যাওয়ায় রাঙামাটি-বান্দরবান জেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

শুক্রবার দুপুরে সড়কটি সম্পূর্ণ ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই রুটে চলাচলকারী ও স্থানীয়দের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

 

স্থানীয় মানুষ ও যান চালকরা জানান গেল ১৩ জুন পাহাড় ধসে গিয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের কুকিমারা এলাকার সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সড়কটি কোন সংস্কার করা হয়নি।

 

তবে এরই মাঝে পাহাড় থেকে আসা নালার পানির সরাসরি ক্ষতিগ্রস্ত সড়কের উপর দিয়ে প্রবাহিত হলে ধীরে ধীরে সড়কে ধসে পড়তে শুরু করে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে ধসে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ফলে বর্তমানে রাঙামাটি-বান্দরবান জেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত