আওয়ামীলীগের উন্নয়নমুলক কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহবান

Published: 19 Aug 2017   Saturday   

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না মন্তব্য করে বলেছেন, এ দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্নত্যাগ যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন।

 

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন ও জন কল্যাণমুখী কার্যক্রম তুলে ধরে সাংসদ বলেন, উন্নয়নের চলমান এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।


বাংলাদেশ ছাত্রলীগ রামগড় উপজেলা শাখার আহবায়ক কাউছার হাবীব শোভন এর সভাপতিত্বে ও জেলা আ’লীগ নেতা ও পাবর্ত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামসুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন, মানিকছড়ি উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মাইন উদ্দিন, রামগড় উপজেলা আ’লীগ আহবায়ক নুরুল আলম আলমগীর, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, গুইমারা উপজেলা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা প্রমুখ। এসময় জেলা ও উপজেলার আ’লীগ ও সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল তাদের দোসররা আজও দেশে-বিদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। নেতা কর্মীদের এসব ষড়যন্ত্র থেকে সজাগ থাকার আহবান জানিয়ে বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত