পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে জেলা পরিষদ সৃষ্টি হয়েছে-বৃষ কেতু চাকমা

Published: 20 Aug 2017   Sunday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে জেলা পরিষদ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বিভাগ হস্তান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, হস্তান্তরিত বিভাগের সকলের সমন্বয়ে এ জেলা তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যেতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই এ দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে। তিনি হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।


জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার বলেন, গত ১২ ও ১৩জুন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও ৬টি আশ্রয়কেন্দ্রে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধ দখলের বিষয়ে জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া চলতি মাসে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯৯ভাগ সফল হয়েছে বলে তিনি সভাকে অবহিত করেন।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া বেসরকারী প্রাথমিক স্কুল জাতীয়করণে যেসব স্কুল বাকী রয়েছে শিক্ষকদের তালিকা পেলে তাদের বেতনভাতা প্রদান করা হবে।


রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে অতিবৃষ্টির ফলে পর্যটনের ঝুলন্ত ব্রীজটি পানিতে ডুবে গেছে তাই পর্যটকও কম হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত