পানছড়িতে কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়ীত্ব করণে অভিভাবক সভা

Published: 21 Aug 2017   Monday   

খাগড়াছড়ির পানছড়িতে কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়ীত্ব করণে সোমবার অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সীমান্তবর্তী ধুদুকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা ‘‘জাবারাং’’ এর উদ্যোগে ‘রিড’ প্রকল্পের আওতায় সভায় সভাপতিত্ব করেন  ধুদুকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বড়ুয়া।  রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার অনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, জাবারাং এর ‘রিড’ প্রকল্পের সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা, জাবারাং উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, রিড প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার অরুন জ্যোতি চাকমা, স্থানীয় ইউপি সদস্য বিজলী কুমার, সদস্য রিতা চাকমা প্রমূখ।

 

উল্লেখ্য, সিভ দি চিলড্রেনের কারিগরি সহায়তায় ইউএসএইড এ অর্থায়নে সেপ্টেম্বর ২০১৫  থেকে খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা‘‘জাবারাং” পানছড়ি উপজেলা ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি হইতে তৃতয়ি শ্রেণি শিক্ষার্থীদেরকে ‘বাংলা’ বিষয়ে ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভান্ডার, সাবলীলতা ও বোধগম্যতা বিষয়ে  ‘রিডিং’ এ উপর প্রশিক্ষন দিয়ে আসছে। তবে আগামী ডিসেম্বরে এ প্রকল্প শেষ হবে। প্রকল্প শেষ হওয়ার পরও এ কার্যক্রম শিক্ষার্থারা যেন ধরে রাখতে এ অবিভাবক সভা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত