কাপ্তাইয়ের কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

Published: 21 Aug 2017   Monday   

সোমবার কাপ্তাইয়ের কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে  সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। ছাত্র ছাত্রীদের মধ্য সততা জাগ্রত করার জন্য এ সততা স্টোর চালু করা হয়েছে।

 

জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে  সততা ষ্টোরের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির  ছিলেন চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া।

 

বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক অামিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে প্রধান অালোচক ছিলেন রাঙামাটি জেলা দুদকের পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদ,স্কুলের দাতা সদস্য খোরশেদুল অালম কাদেরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চগ্যা। স্বাগত বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। পরে স্কুল প্রাঙ্গনে অতিথিরা বৃক্ষরোপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, কজন ছাত্রছাত্রীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই সৎ পন্থা অবলম্বন করতে হবে। কারণ সততায় সর্বশ্রেষ্ঠ পন্থা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত